• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:৩৬:৩১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:৩৬:৩১ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের অনুষ্ঠানে পুণ্যার্থীদের ঢল

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ভিক্ষু শীলানন্দ মহাস্থবিরের একক সদ্ধর্ম দেশনা, সংঘদান ও মৈত্রী বিহারের নতুন কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষ্যে দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। ২৫ জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার পারুয়া পূর্ব সাহাব্দীনগর মৈত্রী বিহার সংলগ্ন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিনে সকাল থেকে পুণ্যার্থীর ঢল নামে। এতে সভাপতিত্ব করেন বৌদ্ধ ভিক্ষু ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি ধর্মপ্রিয় মহাস্থবির। স্বাগত বক্তব্য দেন আনন্দ কুমার বড়ুয়া। প্রধান জ্ঞাতি ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সহাসভার উপ-সংঘরাজ প্রিয়দর্শী মহাথের। আর্শীবাদক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু সহা সভার ১৩তম সংঘনায়ক অধ্যাপক ড. জ্ঞানশ্রী মহাথের।এর আগের দিন শুক্রবার বিকেলে বুদ্ধপ্রিয় মহাথেরের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন নয়ন কুমার বড়ুয়া।  আশীর্বাদক ছিলেন সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথের। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথের। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহাসচিব ড. প্রিয়দর্শী মহাথের।