চাঁদপুরে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরের শাহরাস্তিতে জনতা ব্যাংক কর্মকর্তা রাকিব হাসান (২৮) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৫ এপ্রিল মঙ্গলবার আপন প্লাজার পঞ্চম তলা এক ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করেছেন ।মৃত রাকিব হাসান শরীয়তপুর জেলার জাজিয়া উপজেলার পাচু খার কান্দির সিরাজ সরদারের ছেলে। তিনি শাহারাস্তি উপজেলার সুচিপাড়া বাজার জনতা ব্যাংকের লোন অফিসার।পুলিশ ও স্থানীয়রা জানান, সুচিপাড়া বাজার জনতা ব্যাংক লোন অফিসার রাকিব হাসান আপন প্লাজার পঞ্চম তলার এক ভাড়া রুমে একা থাকতেন। মঙ্গলবার সকালে সিলিং ফ্যানের রডের সঙ্গে গলায় রশি লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।ওসি আবুল বাসার বলেন, তার মরদেহ সুরতহাল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শাহরাস্তি থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।