ভিখারী ও প্রতিবন্ধীদের মাঝে অটো ভ্যান এবং হুইল চেয়ার বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত অটো ভ্যান ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।৭ জানুয়ারি মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অটো ভ্যান এবং হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ১৫ জন ভিক্ষুকের মাঝে অটো ভ্যানের চাবি এবং ৩০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবেত আলী।এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক, অনিরুদ্ধ কুমার রায়, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম প্রমুখ।বিতরণের আগে উপজেলা পরিষদ হলরুমে দেবীগঞ্জ উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক সাবেত আলী।