• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে উদ্বোধনের ৬ মাস না যেতেই ব্রিজে ফাটল

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: ‎কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির উরুকচাইল খাজা কাসামের বাড়ির সংলগ্ন উরুকচাইল ও হারাখাল খালের উপর ৮৪ লাখ ৫৭ হাজার ৮৩৬ টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ করে উদ্বোধনের ৬ মাস না যেতে ফাটল ধরেছে। দেবে গেছে সংযোগ সড়ক।এতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসী। তাই তড়িঘড়ি করে ব্রিজের ফাটলে সিমেন্টের প্রলেপ দিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান।নবনির্মিত ব্রিজে ফাটল দেখে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের নির্মাণ কাজে ত্রুটির অভিযোগ করেছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৬ মাস আগে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল ও হারাখাল খালের ওপর ব্রিজ নির্মাণকাজ শেষ হয়। নির্মাণিত ব্রিজের ২ পাশে গার্ডওয়ালা না থাকায় ব্রিজটি যেকোনো সময় ধ্বসে পড়ার আশঙ্কাও রয়েছে।তাই তড়িঘড়ি করে সেতুর দৃশ্যমান ফাটলে সিমেন্টের প্রলেপ দেয় ঠিকাদার প্রতিষ্ঠান। ব্রিজ নির্মাণে বিস্তারিত তথ্য জানতে একাধিক বার উপজেলা প্রকৌশলী মো. মানিকের সাথে দেখা করতে চাইলেও দেখা করা সম্ভব হয়নি।এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মো. ইয়াসিন বলেন, এটি ফাটল নয়। এতে তেমন ক্ষতি হবে না। এটিকে সংস্কার করে দেওয়া হয়েছে।