• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৮:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:১৮:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটিশ নাগরিক আটক

স্টাফ রিপোর্টার, সিলেট: বিমানে যাত্রী, ক্রু এমনকি পাইলটের সাথে অসদাচরণ করায় এক যাত্রীকে আটক করেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে বিমানের কেবিন ক্রুদের উপর হাত তুলেছেন ওই যাত্রী। আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স BG 208নং ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান যাত্রাকালে বিমানে অন্যান্য যাত্রীদের সাথে অসদাচরণ করছিলেন। যাত্রীরা বিষয়টি কেবিন ক্রুদের অবহিত করলে ফয়েজ আহমেদ ক্রুদের সাথেও খারাপ আচরণ করেন।এমনটি বিমানের কেবিন ক্রুদের শারীরিকভাবে লাঞ্ছিত করেন। বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন। পরে বেলা ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে ওই যাত্রীকে আটক করে রাখা হয়।ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, বিমানে যাত্রী, ক্রু এমনকি পাইলটের সাথে অসদাচরণ করায় এক যাত্রীকে আটক করা হয়েছে। অভিযুক্ত যাত্রী বিমানের কেবিন ক্রুদের উপর হাত তুলেছেন। অভিযুক্ত যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।