প্রতিহিংসার আগুনে পুড়ল জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির বাড়ি
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকারের দাউদকান্দিস্থ বাসভবন কয়েক দফায় ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। হামলাকালে বাড়িতে কেউ না থাকায় হতাহতের খবর পাওয়া যায়নি।৫ আগস্ট সোমবার হাসিনা সরকারের পতনের পর রাত থেকেই নৈরাজ্যকারীরা পর পর দুই দিন দাউদকান্দি পৌরসদরে অবস্থিত বাসভবনে হামলা চালায়। এর পরের দিন একই হামলাকারীরা বাসভবনে আগুন লাগিয়ে উল্লাস করতে থাকে।পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্বৃত্তরা হামলার সময় বাড়িতে থাকা টিভি ফ্রিজসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এর আগে ঘটনা আঁচ করতে পেরে জিএস সুমন তার পরিবার পরিজন নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, জিএস সুমনের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলেও অনেকটা প্রতিহিংসার বশেই তিনি প্রতিপক্ষের আক্রোশের শিকার হয়েছেন। এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।