• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৩:৫৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০৩:৫৮ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগ সভাপতির বাড়িতে আগুন

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাড়ির কয়েকটি কক্ষ ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় সূত্রে জানা জায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে হেলমেট পরিহিত একদল মোটরসাইকেল আরোহী আফতাব হোসেন খানের বাড়িতে ঢুকে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশীরা আগুনের ধোয়া দেখে বাড়িতে যান। এসময় বাড়িটির টিনশেডের একটি ঘরের কয়েকটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে।গত ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা কয়েক দফায় আফতাব হোসেন খানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। ৫ আগস্টে পর থেকে পলাতক রয়েছেন সিলেট স্বেচ্ছাসেবক লীগের এই প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।