• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৭:৪৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০৩:০৭:৪৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

ঈশ্বরদীতে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।২৩ নভেম্বর শনিবার দুপুরে ফিতা কেটে ফলক উন্মোচন করে নবনির্মিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমীর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সভাপতিত্বে আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাওসুস সামাদ মাসুমের সার্বিক ব্যবস্থাপনায় নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী।এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলা শাখার আমীর ড. নুরুজ্জামান প্রামানিক, পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির যুগ্ম সম্পাদক আবু সাঈদ লিটন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াসিন আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হকসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কোমলমতি শিক্ষার্থীরা।