• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৩৬:৫৩ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে চৈত্র ১৪৩১ দুপুর ০১:৩৬:৫৩ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের পর ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়কে ভাঙচুরের পর ‘পাবলিক টয়লেট’ হিসেবে ঘোষণা করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি ওদুদের বাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা এ ঘোষণা দেয়।এর আগে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি আব্দুল ওদুদের বাসভবনে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের ওয়ালটন মোড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয় ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদের বাসভবনে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় ভবনের মধ্যে প্রবেশ করে বিভিন্ন ঘরে অগ্নিসংযোগ করে তারা। এমনকি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভেতর ও বাইরের বিভিন্ন অংশ খুলে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা।ভাঙচুর ও অগ্নিসংযোগের পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গানের তালে নৃত্যের মাধ্যমে উদযাপন করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। এর আগে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ব্যানারে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুজিববাদের সব ধরনের স্থাপনা গুঁড়িয়ে দেয়ার হুঁশিয়রি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।তারা বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদ শক্তিকে মাথাচাড়া দিতে দেয়া হবে না। প্রয়োজনে আবারও জুলাই আগস্টের মতো তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। এসময় উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ অন্যরা।