ডিমলায় ভারতীয় গরুসহ ২ চোরাকারবারি আটক
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ভারত থেকে চোরাই পথে আসা ২ টি গরু জব্দ করেছে পুলিশ। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়। গতকাল রোববার রাতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ছাতনাই এলাকা থেকে গরুসহ তাঁদের আটক করা হয়।আটক দুজন হলেন উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গ্রামের বাসিন্দা শফিউল আলম (৩৮) এবং একই ইউনিয়নের শোভানগঞ্জ বালাপাড়া গ্রামের সাইদুল ইসলাম (৪২)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছাতনাই গ্রামের সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ পথে নিয়ে আসা দুটি গরু জব্দ করা হয়। এ সময় শফিউল আলম ও সাইদুল ইসলামকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ১০-১২ জন চোরাকারবারি ।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, উপজেলার ভারতীয় সীমান্তে চোরাই পথে একটি চক্র গরু এনে হাটবাজার বিক্রি করছে। ডিমলা থানা-পুলিশ অভিযান চালিয়ে দুটি গরুসহ দুই কারবারিকে আটক করেছে। আটক দুজনসহ চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালতের নির্দেশে দুজনকে কারাগারে পাঠানো হয়।