• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই কার্তিক ১৪৩১ রাত ১০:৩৩:৩৯ (02-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৮ই কার্তিক ১৪৩১ রাত ১০:৩৩:৩৯ (02-Nov-2024)
  • - ৩৩° সে:

কুমিল্লায় শাড়ি-থ্রি পিসসহ লাখ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ব্যাটালিয়ন-১০ বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ভারত হতে বাংলাদেশে পাচারের প্রাক্কালে ভারতীয় শাড়ি, থ্রি পিস, বাজি, কসমেটিক্স ও অন্যান্য সামগ্রী এবং মাদকদ্রব্যসহ  ৪১,০৭,০০০/- (একচল্লিশ লক্ষ সাত হাজার) টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।১ নভেম্বর শুক্রবার রাতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনে কটকবাজার পোস্ট এবং বিবির বাজার বিওপির বিশেষ টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।বিজিবি সূএ জানায়, অভিযানে বিজিবি টহলদল ভারত হতে বাংলাদেশে পাচারের প্রাক্কালে সীমান্ত পিলার ২০৮৩/০৯ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুইচ গেইট নামক স্থান এবং সীমান্ত পিলার ২০৮০/এমপি হতে আনুমানিক ৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে চাঁনপুর নামক স্থান হতে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে। উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে- ৬০ বোতল মদ, ফেন্সিডিল ১৩৯ বোতল, বিয়ার ১১৪ বোতল, শাড়ি ১৯৮ পিস, থ্রি পিস ৭৮টি, কিং কোবরা বাজি ৮২,৬০০ পিস, বিস্কুট ৫০ প্যাকেট, স্কিন ক্রিম ৬৫৪টি, শ্যাম্পু ১৭০০ পাতা এবং মেহেদি ১৭৮০টি। আটক মালামালের আনুমানিক সিজার মূল্য ৪১,০৭,০০০/- (একচল্লিশ লক্ষ সাত হাজার) টাকা।বিজিবি কর্মকর্তারা আরও জানান, সীমান্তে মাদক এবং চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার মালামাল আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।