• ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৩৮:১১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১০ই অগ্রহায়ণ ১৪৩১ সকাল ০৭:৩৮:১১ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

লোহিত সাগরের ইয়েমেন উপকূলে ২ যুদ্ধজাহাজ পাঠালো ভারত

আন্তর্জাতিক ডেস্ক: লোহিত সাগর ও এডেন উপসাগরে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। লোহিত সাগরে যখন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ইসরাইল অভিমুখী জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে এবং এ নিয়ে যখন ইসরাইল ও আমেরিকার সাথে ইয়েমেনের প্রচণ্ড উত্তেজনা চলছে তখন ভারত ওই এলাকায় দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে।এর একদিন আগে লোহিত সাগরের নিরাপত্তা রক্ষার নাম করে আমেরিকা তার কয়েকটি মিত্র দেশ নিয়ে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছে, যাতে সাগরে হুতিদের হাত থেকে ইসরাইল অভিমুখী জাহাজসহ সব ধরনের জাহাজের নিরাপত্তা দেয়া যায়। এই পদক্ষেপের একদিন পর ভারত সেখানে যুদ্ধজাহাজ দুটি পাঠালো।হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, আইএনএস কচি এবং আইএনএস কোলকাতা নামে দুটি জাহাজ মোতায়েন করেছে ভারত এবং তারা এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা রক্ষা করবে। খবরে বলা হয়েছে, আইএনএস কচি লোহিত সাগরের মুখে সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করবে এবং এডেন উপসাগরীয় এলাকায় নিরাপত্তা জোরদার করবে আইএনএস কোলকাতা।অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন ও দেশটির সামরিক বাহিনী ফিলিস্তিনি যোদ্ধাদের পক্ষ নিয়েছে। তারা ঘোষণা দিয়েছে, গাজায় দখলদারদের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তারা লোহিত সাগর দিয়ে ইসরাইলের জাহাজ কিংবা ইসরাইল অভিমুখী অন্য কোনো দেশের জাহাজ চলাচল করতে দেবে না। ভারত ও আমেরিকা ইসরাইলের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখেছে। সূত্র: পার্সটুডে।