• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৪১:৩২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:৪১:৩২ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

এস এ পরিবহনের গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড়-প্রসাধনী আটক

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে ৪০ লক্ষ টাকার ভারতীয় শাড়ি, থ্রিপিস, প্যান্ট পিস ও প্রসাধনী সামগ্রী আটক করেছে বিজিবি।১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম।প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ ডিসেম্বর বুধবার লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুলাঘাট ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহন এর একটি কার্গো ট্রাক বড়বাড়ীতে আটক করে। কার্গো ট্রাক তল্লাশি করে ৪০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, প্যান্ট পিস ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়। এ সময় কার্গো ট্রাকটির চালক, হেল্পার ও এস এ পরিবহনের কর্মকর্তাদের মুচলেকা নিয়ে এস এ পরিবহন কর্মকর্তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।এ ব্যাপারে ১৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম ভারতীয় অবৈধ মালামাল আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত দিয়ে সকল ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে আছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।