• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২৯:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২৯:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধু জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার তৃতীয় দিনে ৯ নতুন রেকর্ড

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বঙ্গবন্ধু জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতার তৃতীয় দিনে ৯টি নতুন জাতীয় রেকর্ড করেছে প্রতিযোগিরা। বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অনুষ্ঠিত বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী প্রতিযোগিতার তৃতীয় দিনে এসব রেকর্ড হয়।ভারোত্তোলন ফেডারেশন সূত্রে জানা যায়, তিন দিনে ১৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবহিনী, ফায়ারসার্ভিস, বিজিবি, আনসার ও জেল পুলিশ দলসহ প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ১৭টি ক্লাব অংশগ্রহণ করেন। এতে মোট ১৪০ জন নারী ও পুরষ ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এদের মধ্যে বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের প্রতিযোগী মারিয়া আক্তার সীমান্ত ৭১ কেজি ওজন শ্রেণিতে স্লাচ ৮২ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ কেজিসহ মোট ১৯০ কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েন।এছাড়া একই দলের মোসা. বৃষ্টি আক্তার ৭১ কেজি ওজন শ্রেণিতে স্লাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মোট ১২৭ কেজি তুলে জাতীয় রেকর্ড করেন। বাংলাদেশের সেনাবাহিনীর মাজিয়া আক্তার ইকরা ৫৫ কেজি ওজন শ্রেণিতে ৭৩ কেজি, ৫৯ কেজি ওজন শ্রেণিতে স্মৃতি আক্তার স্লাচ ও ক্লিন অ্যান্ড জার্কে মোট ১৭৭ কেজি, মনীরা কাজী ৭৬ কেজি ওজন শ্রেণিতে ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েন।বাংলাদেশ আনসার ও ভিডিপি দলের জহুরা আক্তার নিশি ৮১ কেজি ওজন শ্রেণির ক্লিন অ্যান্ড জার্কে ৯৭ কেজি তুলে জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর জিয়ারুল হক ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্লাচ ১০৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৫৪ কেজিসহ মোট ২৮৪ কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েন।জাতীয় রেকর্ড গড়া স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়ার স্মৃতি আক্তার জানান, ভারোত্তোলন খেলায় ফিটনেসের জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। জাতীয় রেকর্ড গড়তে পেরে খুব ভালো লাগছে।বঙ্গবন্ধু জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা আয়োজনের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, একটি উপজেলায় জাতীয় পর্যায়ের অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা ফকিরহাটবাসী খুব গর্বিত। এ প্রতিযোগিতায় নতুন নতুন রেকর্ড গড়া ও পদকপ্রাপ্তসহ সকল প্রতিযোগিকে অভিনন্দন জানাই।