• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৫০:২১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:৫০:২১ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

রাজধানীতে আসামের বাংলা ভাষা শহীদ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের উদ্যোগে আসামের বাংলা ভাষা শহীদদের স্বরণে প্রভাতফেরি, শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৯ মে রোববার সকাল সাড়ে আটটায় ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করে আসামের বাংলা ভাষা শহীদ দিবস উদযাপন কমিটি।অনুষ্ঠানে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদের সভাপতি ড. মোমতাজ উদ্দিন আহমেদ সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক ডা.ম আ আ মুক্তাদীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক শামসুল হুদা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিরঞ্জন অধিকারী, ড. আশীষ কুমার বৈদ্য, শিক্ষাবিদ ও ইতিহাসবিদ আজিজুল হক, সমাজসেবী ও সাহিত্যিক জানে আলম শেখ।এসময় আরও উপস্থিত ছিলেন পুষ্টিবিদ আক্তারুন নাহার আলো, কবি সৈয়দ নাজমুল আহসান, ভাষা আন্দোলন গবেষক আ ব ম মহিউদ্দিন চৌধুরী, সংগঠক সোহেল মো. ফখরুদ্দিন, জিয়নের নির্বাহী পরিচালক নূরুল হক, অধ্যক্ষ সালমা আহমেদ হীরা, তানভীর ফারহানা ওয়াহেদ তুনা, শ্রী দীপেন সাহা, রওশন আলী, অ্যাডভোকেট কে. এম আশরাফ, সংগঠক রিফাত আমিন, ভাষা শহীদ আব্দুস সালামের নাতী ফারুক আহমেদ, কবি সাকিল হাসান, আবুল কালাম, মাহবুবুল হক, ডা. রোকশানা পারভীন ইতি, সায়মা খাতুন রিভা, শশী ইসলাম, ফারজানা রাখি, রিয়াদ মাহমুদ খান, রিয়াদ হোসেন,মো. মনির হোসেনসহ বাংলাদেশ এবং ভারতের বিশিষ্ট সংগঠক, ভাষা গবেষক ও সুধীজনেরা।