• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:০২:১৯ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০২:০২:১৯ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

শেরপুরে ২০ জন ভিক্ষুককে পুনর্বাসন

শেরপুর প্রতিনিধি: ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় শেরপুরে ২০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।২ জুলাই মঙ্গলবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ২০ জন ভিক্ষুকের মাঝে মুদি দোকানের মালামালসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।মালামাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. খবিরুজ্জামান খান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবী সংগঠন নৃ ফাউন্ডেশনের কর্মকর্তা রাজীব আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।এ সময় বক্তারা বলেন, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় যারা ভিক্ষাবৃত্তি ছেড়ে অন্য কাজ করতে ইচ্ছুক তাদের মুদি দোকানের সামগ্রীসহ অন্যান্য মালামাল কিনে দেওয়া হয়েছে। ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্যোগ গ্রহণ করেছেন।