• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:৪০:৫৩ (04-Feb-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে মাঘ ১৪৩১ বিকাল ০৫:৪০:৫৩ (04-Feb-2025)
  • - ৩৩° সে:

শুধু প্রেম করতেই ভুয়া এনএসআই সেজেছিলেন যুবক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম থেকে জাহিদ হাসান রনি (১৯) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক ভুয়া সদস্যকে আটক করা হয়েছে।৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে উপজেলার দিয়ার গারফা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। আটক রনি একই এলাকার ফারুক হোসেনের ছেলে।বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম জানান, এনএসআই-এর তথ্যের ভিত্তিতে তাদের টিমসহ পুলিশ গিয়ে প্রতারক ওই যুবককে আটক করে। এসময় তার কাছ থেকে এনএসআই লেখা সম্বলিত একটি জ্যাকেট, একটি ভুয়া পরিচয়পত্র ও দুইটি মোবাইল, চারটি সিমকার্ড ও একটি এটিএম কার্ড জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক জাহিদ হাসান রনি বলেন, এনএসআই লেখা সম্বলিত জ্যাকেট ও কার্ড ব্যবহার করে তিনি মেয়েদের সঙ্গে ভিডিও কল কথা বলতেন, প্রেম করতেন। মূলত প্রেম করার জন্যই সে এনএসআই সেজেছিলেন বলে জানান তিনি।