সুনামগঞ্জে বিজিবির হাতে ভুয়া পুলিশ ও তার সহযোগী আটক
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক ভুয়া পুলিশসহ ২ জনকে আটক করেছে বিজিবি। ২ ডিসেম্বর সোমবার ভোর ৫টায় বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।আটক ভুয়া পুলিশ মো. বাকির হোসেন (২৮) তাহিরপুর উপজেলার মোকসেদপুর গ্রামের মো. আবু চাঁন মিয়ার ছেলে এবং তার সহযোগী মোটরসাইকেল চালক মো. তাবারত হোসেন (৩০) একই উপজেলার দক্ষিণ গোড়িলা গ্রামের মো. আ. মালেকের ছেলে।বিজিবি জানায়, পাওনা টাকা উদ্ধারের লক্ষ্যে তাবারতের মোটরসাইকেলে করে পাওনাদার বাকির হোসেন পুলিশের পোশাক পরে সীমান্তের গামারীতলায় পৌঁছালে মাছিমপুর বিওপির টহলদলের সন্দেহ হয়। এসময় বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে, তারা জানান, পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পরে এসেছেন তারা।সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির জানান, আটক দুইজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।