• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৮:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৮:১৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বিজয়নগ‌রে ডাক্তার না হয়েও রোগী দেখার অভিযোগ

বিজয়নগর ( ব্রাহ্মণবা‌ড়িয়া) প্রতি‌নি‌ধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাক্তার সে‌জে ১ডাক্তা‌রের প‌্যা‌ডে ক‌য়েকজন মি‌লে  রোগী দেখার অ‌ভি‌যো‌গে ‌উঠেছে‌ । গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে উপ‌জেলার  আমতলী বাজা‌রে  পদ্মা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিককে ১লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম‌্যমান আদালত। ১ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. এইচ. ইরফান উদ্দিন আহমেদ ভ্রাম‌্যমান আদাল‌তের মাধ্যমে ঐ  প্রতিষ্ঠান‌টিকে জ‌রিমানা ক‌রেন ।ইউএনও এ. এইচ. ইরফান উদ্দীন আহমেদ এ‌শিয়ান টি‌ভি‌ অনলাইনকে  জানান,  ডাক্তার সুব্রত সাহার নামে তৈরিকরা প্যাডে একেকদিন একেকজন নিজেদের পরিচয় গোপন রেখে ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। ডাক্তার সুব্রত সাহা সর্বশেষ গত ১৮ আগস্ট এ ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। কিন্তু অভিযান পরিচালনাকালে দেখা যায়, ডাক্তার সুব্রত সাহার প্যাড ব্যবহার করে গত ২৫ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত ভিন্ন নামের ২জন ডাক্তার রোগী দেখেছেন। ডায়াগনস্টিক সেন্টারে ২৫ আগস্ট তারিখে সুব্রত সাহার কাছ থেকে চিকিৎসা নিয়েছেন এমন একজনকে পাওয়া গেলে তিনি জানান আজকে উপস্থিত ডাক্তার গত সপ্তাহে ছিলেন না। কিন্তু ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ তাকে জানিয়েছে উনি ডাক্তার সুব্রত সাহা।রোগী সেজে ডাক্তার সুব্রত সাহাকে ফোন দিলে তিনি জানান, সর্বশেষ ১৮ আগস্টের পর তিনি আর রোগী দেখেননি । ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে ডাক্তার সুব্রত সাহা নামে মানুষের নিকট  উপস্থাপন করেছেন এবং রোগীদের প্রতারিত করেছেন। এ ঘটনায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মো. খুরশিদ আলমকে ১লাখ টাকা জরিমানা করা হয়। খুরশিদ আলম নিজের প্রতিষ্ঠানের এ অপরাধ স্বীকারও করেন। ভ‌বিষ‌্যত এমন‌টি হ‌বে না ম‌র্মে তা‌দের  কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেয়া হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুম ও বিজয়নগর থানার পুলিশ উপ‌স্থিত ছি‌লো ।