• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:১২:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:১২:০২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

৭ ক্লিনিকে ১০ বছর ধরে রোগী দেখা ভূয়া ডাক্তার আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে ১০ বছর ধরে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার ৭টি ক্লিনিকে রোগী দেখতেন মাকসুদুর রহমান। অথচ তার কোন বৈধ কাগজপত্র নেই। প্রথম সাক্ষাতে রোগীর কাছ থেকে ফি নিতে ৮০০ টাকা। দ্বিতীয় সাক্ষাতে নিতেন ৫০০ টাকা। অবশেষে ধরা পরলে ভ্রাম্যমান আদালতে কাছে।৬ জুলাই বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকায় নিজ চেম্বারে রোগী দেখার সময় আটক হন মাকসুদুর রহমান। এসময় ভূয়া চিকিৎসক প্রমাণ হওয়ায় ভ্রাম্যমান আদালত তাকে এক লাখ টাকা জরিমানা  অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক নারায়ণগঞ্জ বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত মাকসুদুর রহমান ওরফে এমএম রহমান আল মাহাবুবি বন্দরের কল্যান্দী এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি ভূয়া পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ শহরের পলি ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, বন্দর উপজেলার আল হাকিম ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং বন্দর থানার আমিন আবাসিক এলাকার বিশ্ববন্ধু ব্লাড ডোনেশন ক্লাবসহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছিলেন।তিনি আরও জানান, গোপন সংবাদেও ভিত্তিতে তথ্য সূত্র নিশ্চিত হয়ে ওই ভূয়া ডাক্তারকে আটক করা হয়েছে।