• ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:০৩:২৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২১শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:০৩:২৮ (05-Apr-2025)
  • - ৩৩° সে:

সাতক্ষীরায় মেয়াদউত্তীর্ণ ও ভেজালযুক্ত ৫ হাজার বস্তা সার জব্দ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার বুধহাটায় বিজিবি’র নেতৃত্বে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৫ হাজার বস্তা মেয়াদউত্তীর্ণ ও ভেজাল সার জব্দ করেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।৪ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের মেসার্স ভাই ভাই ইন্টারন্যাশনাল নামক সারের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনাকারী সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হুসাইন জানান, বুধহাটা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী প্রতাপ কুমারের দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদউত্তীর্ণ ও ভেজালযুক্ত ৫ হাজার বস্তা সার পাওয়া গেছে। যার আনুমানিক মূল্য ৬৫ লাখ ৫০ হাজার টাকা। এ সময়ে দোকান মালিক মালিক প্রতাপ কুমার দেবনাথকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সারগুলোকে নষ্ট করা হয়।এসময় সাতক্ষীরা ৩৩ বিজিবির সহকারী পরিচালক মেজর মাসুদ রানাসহ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।