রাতে ভোট না দিলে হাসিনাকে পালাতে হতো না: শাহ জাহান
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, বিগত ভোটারবিহীন নির্বাচনে দিনের ভোট রাতে না নিলে শেখ হাসিনাকে এভাবে কর্মীদের ছেড়ে পালাতে হত না। জামায়াতের শীর্ষ নেতাদের মানবতা বিরোধী অপরাধের নাটক সাজিয়ে মনগড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তৈরি করে যেভাবে ফাঁসি দেওয়া হয়েছে, সেই আদালতে ন্যায় বিচার করে এখন শেখ হাসিনাকে ফাঁসি দিতে দেশের জনগণ দাবি জানাচ্ছে।১৫ নভেম্বর শুক্রবার বিকালে টেকনাফ হ্নীলা আল-ফালাহ অ্যাকাডেমির মাঠে জামায়াতের ইউনিয়ন কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মওলানা মোহাম্মদ শাহজাহান বলেন, আগামীতে গণতন্ত্র ও ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে দেশে কোন বৈষম্য থাকবে না। জামায়াত ইসলামী সকলকে সাথে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে। তাই সকলে ঐক্যবদ্ধ থেকে জামায়াতের হাত শক্তিশালী করার আহ্বান জানান তিনি।ইউনিয়ন জামায়াতের আমির মওলানা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. ইব্রাহীমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের আমির মওলানা অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি মোহাম্মদ জাহেদুল ইসলাম, টেকনাফ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর হোসাইন সিদ্দিক, সেক্রেটারি মওলানা রফিক উল্লাহ, কক্সবাজার শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সরওয়ার কামাল সিকদার, টেকনাফ উপজেলা ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ তারেকসহ জেলা ও উপজেলা এবং ইউনিয়ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।