সৈয়দপুরে জাতীয় ভ্যাট দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ভ্যাট দিবস পালন করা হয়েছে। ১০ ডিসেম্বর রোববার দুপুরে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আলোচনা সভা, নাটিকা প্রদর্শণ ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে ইকু হ্যারিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ছিলো- ‘আমার ভ্যাট আমি দিব, কেনার চালান নিব’।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রির প্রেসিডেন্ট, প্রকৌশলী এস. এম সফিকুল আলম (ডাবলু)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্টির পরিচালক আলহাজ্ব সিদ্দিকুল আলম, উত্তরা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক নাজমুল আলম, রাজস্ব কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল প্রমুখ।আলোচনার মাঝে প্রজেক্টরের মাধ্যমে নাটিকা প্রদর্শন করা হয়।সভায় সভাপতিত্ব করেন কস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ নীলফামারীর যুগ্ম কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম।বক্তারা দেশের সামগ্রিক উন্নয়নে ভ্যাটের ভূমিকা ও ভ্যাট আহরণে সচেতনতা তৈরিতে করণীয় সম্পর্কে আলোকপাত করেন। এসময় বলেন, ব্যবসায়ীদের ভ্যাট প্রদানে এগিয়ে আসতে হবে। যে কোনো পরামর্শ ও সহযোগিতায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা কাজ করে যাচ্ছেন।পরে জাতীয় রাজস্ব বোর্ডের জেলা পর্যায়ে পুরস্কারের জন্য মনোনীত তারিক গুল ফ্যাক্টরির স্বত্বাধিকারী ইরফান আলম ইকু ও মেসার্স সাকিল মোটর্সের স্বত্বাধিকারী দেলওয়ার হোসেনের হাতে সম্মাননা পুরস্কার ও ট্রফি তুলে দেয়া হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী ও সুধীজরন অংশ গ্রহণ করেন।