• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪২:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

চলনবিলে নৌকা ভ্রমণে গিয়ে মদ্যপান করে মাতলামি করায় নারীসহ ১৪ জন গ্রেফতার

চলনবিল প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ধামাইচ এলাকায় নৌকা ভ্রমণে গিয়ে মদ্যপান পান করে মাতলামি করায় চারজন নর্তকীসহ ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।৯ সেপ্টেম্বর শনিবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের নওখাদা এলাকায় বিলের মধ্যে নৌকা থেকে তাদের গ্রেফতার করা হয়।রোববার দুপুরে আটকদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতাররা হলেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার কাছিকাটা গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে মো. রাশিদুল ইসলাম (৩০), একই উপজেলার চাচকৈড় গ্রামের মৃত জমিন মোল্লার ছেলে মো. ছাবলু মোল্লা (৪২), বামনকোলা গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে মো. সেলিম প্রামানিক (৩৩), মশিন্দা কান্দিপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মো. আজাদুল ইসলাম (৩৩), মশিন্দা চড়পাড়া গ্রামের মৃত রিফাতে ছেলে মো. জামাল হোসেন (৩৯), মো. আলতাফ প্রামানিকের ছেলে মো. বাবু প্রামানিক (২৭), মশিন্দা কান্দিপাড়া গ্রামের মো. খয়বর আলীর ছেলে মো. ছাবলু হাসান (৩১), মৃত আহম্মদ আলীর ছেলে মো. আলমগীর হোসেন (২৮), মশিন্দা মাঝপাড়া গ্রামের মৃত মিরাজ মোল্লার ছেলে মো. বাচ্চু মোল্লা (৪০), চাচকৈর খামার নাচকৈর গ্রামের মো. আব্দুস ছামাদের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮), রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের মোছা. নুপুর আক্তার (২২), টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের মোছা. মারিয়া খাতুন (১৯), কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ঝিনাই গ্রামের মোছা. আসমা খাতুন (২৫) ও মোছা. আয়শা আক্তার (১৯)।তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চলনবিল নওখাদা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বিলে একটি নৌকায় মদ পান করে মাতলামি করার সময়ে চার নারীসহ ১৪ জনকে গ্রেফতার করে। রাতেই তাড়াশ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার দুপুরে তাদের সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।