শ্রীপুরে ৮৭ বোতল বিদেশি মদ জব্দ
স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে একটি ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে শ্রীপুর থানা পুলিশ। এ সময় ৮৭ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।১৮ জানুয়ারি শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার মাওনা চৌরাস্তায় কালিয়াকৈর রোডের একটি ভবনে বিশেষ অভিযান পরিচালনা করে।সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আফজাল হোসেন খান ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলসহ অন্যান্য কর্মকর্তারা এ অভিযানে অংশ নেন।পুলিশ সূত্রে জানা যায়, মাওনা বাজার রোডের তৃতীয় তলায় বসবাসকারী নবী হোসেন এবং তার সহযোগী সজল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি সন্ধ্যায় পুলিশ উক্ত স্থানে উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নবী হোসেন (৬০) এবং সজল (৫০) কৌশলে পালিয়ে যায়।এ সময় পুলিশ তল্লাশি চালিয়ে নবী হোসেনের বাসা থেকে ৭টি মশার কয়েলের কার্টনের ভেতরে লুকানো অবস্থায় ৮৭ বোতল বিদেশি অবৈধ মদ উদ্ধার করে। যার মোট ওজন ৬০ লিটার এবং আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৭০ হাজার টাকা।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এ ঘটনায় শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।অতিরিক্ত পুলিশ সুপার মো. আফজাল হোসেন খান বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।