• ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১২:৫৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৩:১২:৫৪ (24-Nov-2024)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে পালিত হচ্ছে শুভ মধু পূর্ণিমা

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিভিন্ন ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে শুভ মধু পূর্ণিমা। দিনটি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষরা খাগড়াছড়ি জেলা শহরের য়ংড বৌদ্ধ বিহার ও সিবলী বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকেন। জগতের সব প্রাণির মঙ্গল কামনায় তারা প্রার্থনা করেন, পালন করে বিভিন্ন ধর্মীয় আচার।জানা যায়, এই পূর্ণিমাতে বুনো হাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই ঘটনাকে স্মরণ করেই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মধু পূর্ণিমা হিসেবে পালন করে থাকে।মধু পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে আয়োজন করা হয় পূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, অষ্টশীল ও পঞ্চশীল গ্রহণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। শত শত বৌদ্ধ নারী-পুরুষ এসব আয়োজনে অংশ নেন। তারা জগতের সব প্রাণীর মঙ্গল কামনায় প্রার্থনা করেন। সব বৌদ্ধ বিহারেই আয়োজন করা হয় এই উৎসব।য়ংড বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সদস্যরা বলেন, ‘আমরা বিশ্বাস করি, পূর্ণিমার আলো পৃথিবীকে আলোকিত করে তোলে। এই আলোতে দুঃখ, গ্লানিসহ সবকিছু থেকে পৃথিবী মুক্ত হয়ে যায়। দুঃখ-বেদনা দূর হয়ে আসে শান্তি। এই পূর্ণিমাতে তাই আমরা বিশ্বজগতের জন্য প্রার্থনা করি, দেশ ও দশের শান্তির জন্য প্রার্থনা করি।’