• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৫০:১৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে দুর্গা ও মন্দিরের প্রতিমা ভাঙচুর-লুটপাট

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে দুর্বৃত্তরা রাতের আঁধারে মোস্তফী ঋকার পাঠ সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরে এবং মন্দিরের মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মুস্তফী বাওয়াটারী গ্রামে মোস্তফী ঋ-কার পাঠ সার্বজনীন দুর্গা ও কালী মন্দিরে এ ঘটনা ঘটে।৮ নভেম্বর শুক্রবার সকালে মন্দিরের পূজারি ও তার স্ত্রীসহ পূজা করতে আসলে তিনি এই ঘটনা দেখতে পান। এতে তারাসহ সনাতন ধর্মাবলম্বীরা আতঙ্কিত হয়ে পড়েন।পরে মন্দিরের সভাপতি রঞ্জিত চন্দ্র রায় ও সেক্রেটারি জীবন চন্দ্র রায় বিষয়টি অবহিত করেন। রাতের আধাঁরে কে বা কারা ওই ঘটনা ঘটিয়েছে কেউ বলতে পারছে না। এটি একটি ন্যাক্কার জনক ঘটনা। কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর ও লুটপাটের সংবাদ ছড়িয়ে পড়লে জেলাজুড়ে চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়।এলাকাবাসী জানান, আমাদের মন্দিরে যে কুচক্র মহলটি নেককার জনক ঘটনাটি ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন তারা। মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, মন্দিরে প্রতিমা ভাঙচুর যে চক্র মহল করেছেন, তাদের দ্রুত বাহির করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখতেছি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।