• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ রাত ১১:২৯:০৬ (25-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩২ রাত ১১:২৯:০৬ (25-Apr-2025)
  • - ৩৩° সে:

নামাজ চলা অবস্থায় মডেল মসজিদে চুরি, সিসি ক্যামেরায় ধরা চোরের ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলা মডেল মসজিদে চুরি হয়েছে তিনটি ফায়ার এক্সটিংগুইসার।২৪ এপ্রিল বৃহস্পতিবার মাগরিবের নামাজ চলাকালীন সময়ে গেঞ্জি ও লুঙ্গি পরা এক ব্যক্তি এ চুরির ঘটনা ঘটান।চুরি করার সময় নামাজে ব্যস্ত ছিলেন মসজিদের মুসল্লিরা। সেই সুযোগে ওই দুই ব্যক্তি মসজিদের তিনটি ফায়ার এক্সটিংগুইসার নিয়ে পালিয়ে যান। ঘটনার পর মুসল্লিরা তীব্র নিন্দা ও ঘৃণা প্রকাশ করেন। দোষী ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।মসজিদ কমিটির পক্ষ থেকে, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার মাধ্যমে চোরকে শনাক্ত করার চেষ্টা চলছে।এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে চোরকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।