ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি: ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকেই এই বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোশিয়েসনের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট।রবিউল ইসলাম জানান, ভারতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভারত হিলি কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে। এ কারণে বন্দর দিয়ে দুই দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে শনিবার সকাল ১১টা থেকে পুনরায় আমদানি রপ্তানি চালু হবে।হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি শেখ আশরাফুল বলেন, দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমদানি ও রফতানির সকল কার্যক্রম বন্ধ রয়েছে।