খুলনায় মানবাধিকার ও নাগরিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে মহাসমাবেশ
খুলনা ব্যুরো: মানবাধিকার ও নাগরিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কমিউনিটি ফোরাম খুলনা মহানগর শাখার মহাসমাবেশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে খুলনা সিটি কর্পোরেশনের ৩১টি ওয়ার্ডের মোট ৯৬০ জন কমিউনিটি ফোরাম সদস্য অংশগ্রহণ করেন।৩০ ডিসেম্বর সোমবার সকালে নগরীর হাদিস পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করে কমিউনিটি ফোরাম। অনুষ্ঠানের শুরুতে হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাদিস পার্কে এসে শেষ হয়।মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরজ্জামান মনি। এ সময় এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম আলী আসলাম, উপ-নির্বাহী পরিচালক আশিক মাহমুদ ও মিজানুর রাহমান রাজাসহ অনেকে বক্তব্য রাখেন।