নবীনগর মহিলা কলেজে অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত
নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর মহিলা কলেজে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মহিলা কলেজের হল রুমে অভিভাবক, শিক্ষার্থী ও কলেজের পরিচালনা পর্ষদের উপস্থিতিতে এই অভিভাবক সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন মহিলা কলেজের এডহক কমিটির সভাপতি ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মো. সায়েদুল হক সাঈদ ও প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরি।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুক্লা রানি দেবের সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম রেজাউল করিম, ওসি আব্দুর রাজ্জাকসহ আরও অনেকে। পরে প্রধান অতিথি বিভিন্ন ক্যাটাগরিতে প্রাপ্তদের সম্মাননা পুরস্কার তুলে দেন।