ফটিকছড়ির মাইজভান্ডারে লাখো ভক্তের ঢল
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে মাইজভান্ডারী তরিকার প্রতিষ্ঠাতা, গাউছুল আজম হযরত শাহছুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) মাইজভান্ডারীর বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে।প্রধান দিবসে গাউছিয়া রহমান মঞ্জিলের পক্ষে আখেরি মুনাজাত পরিচালনা করেন গাউছিয়া রহমান মঞ্জিলের প্রধান সাজ্জাদানশীন শাহ্সূফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর মাইজভান্ডারী (ম. জি. আ.)।এর আগে মঙ্গলবার ওরশ শরীফের প্রধান আনুষ্ঠানিকতা শুরু হয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয় এবারের ওরশ। ওরশকে কেন্দ্র করে পুরো মাইজভান্ডার দরবার শরীফ এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়েছে। দেশের দূর-দূরান্ত থেকে ভক্তরা নানা যানবাহন নিয়ে দরবারে উপস্থিত হয়েছেন।এদিকে ওরশকে ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লাখো ভক্তের সুবিধার্থে থাকা-খাওয়া, প্রাথমিক চিকিৎসা, নির্বিঘ্নে চলাচলের জন্য লাইটিংয়ের ব্যবস্থা করা হয়।