• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৩:১৮ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৩:১৮ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

খুলনায় জেলি পুশকৃত দেড় মণ চিংড়ি মাছসহ ৩ জন আটক

খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়ায় চিংড়ি মাছে জেলি পুশ করার সময় দেড় মণ চিংড়ি মাছসহ তিন জনকে আটক করেছে যৌথ বাহিনী।২২ ডিসেম্বর রোববার রাতে উপজেলার নতুন বাজার লঞ্চঘাট চিংড়ি আড়তে সেনাবাহিনীর নেতৃত্বে ভোক্তা অধিকার ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকরা হলেন- আবুল কালাম, রবিউল ইসলাম ও খোকন হাওলাদার।যৌথবাহিনী জানায়, চিংড়ি মাছের ওজন বৃদ্ধি করতে রাতে ঘরের দরজা বন্ধ করে সিরিঞ্জ দিয়ে জেলি ও সাবু পুশ করা হচ্ছিল। এমন সংবাদের ভিক্তিতে লঞ্চঘাট চিংড়ি আড়তে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬০ কেজি পুশ করা চিংড়ি মাছ, ২১টি সিরিঞ্জ, ৩টি জেলি মিক্সচার মেশিন, ১০ পাত্র মিক্সচার করা জেলি ও ৭ প্যাকেট জেলি পাউডার উদ্ধার করা হয়।যৌথবাহিনী আরও জানান, এ ঘটনায় জড়িত থাকা তিন জনকে আটক কর হয়। ইনজেকশন পুশ করা মাছ ও জেলি ভরব নদীতে ফেলে ধ্বংস করা হয়।