• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৬:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৬:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মাজার ভাঙচুরের প্রতিবাদে মানিকগঞ্জে সুফি সমাবেশ

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর সুফি স্থাপনা, অলি-আউলিয়ার মাজার ভাঙচুরের প্রতিবাদে সুফি সমাবেশ ও প্রতিবাদ বৈঠকী অনুষ্ঠিত হয়েছে।৬ অক্টোবর রোববার বিকেলে হরিরামপুর উপজেলার কুশিয়ারচর এলাকার কালিতলা অপন ফাউন্ডেশনের উদ্যোগে এই সুফি সামবেশ ও প্রতিবাদ বৈঠকী অনুষ্ঠিত হয়।সুফি সমাবেশে বক্তারা বলেন, ‘এই বাংলার বুকে অলি-আউলিয়াদের মাধ্যমেই ইসলাম প্রচার শুরু হয়েছে। ৩৬০ জন আউলিয়ার কারণে এদেশ সোনার বাংলা হয়েছে। কোনো রাজনৈতিক দলের কারণে নয়। কয়েকদিনে দেশের প্রায় শতাধিক মাজার ভাঙচুর করা হয়েছে। যারা মাজার ভাঙচুর করছে তারা কোনো ইসলামপন্থি নয়। কারণ, ইসলাম হলো শান্তির প্রতীক। রাতের আঁধারে মাজারগুলো ভাঙা হচ্ছে। আর একটা মাজার যদি ভাঙচুর হয় তাহলে আমরা কিন্তু বসে থাকব না বলে হুঁশিয়ারি দেন।’সুফি সমাবেশে বিভিন্ন দরবারের খাদেম আতিকুর রহমান আল চিশতী, ফকির আবুল সরকার, শাহ রায়েন হক ওয়ায়েসী, লাকি মাহফুজ চিশতী, দাউদ আহমেদ চিশতী, সুজন গাজী আল চিশতী বক্তব্য রাখেন। এসময় বক্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশে আর যেন কোনো মাজার ভাঙচুর না হয়। সে ব্যাপারে তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।সমাবেশে উপস্থিত ছিলেন, দরবার এ লোকমানিয়ার খাদেম সৈয়দ আখতার হোসেন, জসিমিয়া দরবার শরিফের পীর সাহেব জসিম মোল্লা, ঝিটকা শরীফের কওসার ওরফে জিন্দা শাহ দরবারের খাদেম হযরত খাজা দেলোয়ার হোসেন চিশতী ওরফে রাজা শাহ, কাণ্ঠাপাড়ার আতিকুর রহমান চিশতী ও দেওয়ান রশিদিয়া দরবারের দাউদ আহাম্মেদ চিশতী, আফাজিয়া দরবার শরীফের পীর সাহেব মেহেদী হাসান টুটুল, রশিদিয়া দরবার শরীফের খাদেম গোলাম মোস্তফা, এশকে মাওলা দরবার শরীফের পীর সাহেব হিমেল আল চিশতী, ফকির মাওলা দরবার শরীফের আরিফ সরকার, বাঠুইমুড়ি শাহী মঞ্জিলের জুয়েল মাহমুদ খানসহ আরো অনেকে।