• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৯:২৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৫৯:২৭ (08-Apr-2025)
  • - ৩৩° সে:

কৃষি জমির মাটি কাটার অপরাধে ৭ লাখ টাকা অর্থদণ্ড

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যক্তিকে ৭ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।১৬ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এ অর্থদণ্ড দেন। দণ্ডিতরা হলেন, উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরীফ এলাকার শেখ জুনায়েদ, ‍ওসমান গণি ভুইয়া ও মজিবুর রহমান। তাদের মধ্যে শেখ জুনায়েদ ও ওসমান গণি ভুঁইয়াকে দুই লাখ করে ৪ লাখ টাকা এবং মজিবুর রহমানকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা বিভিন্ন জায়গা থেকে প্রাায়ই কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগ আসছিল। বিশেষ করে উপজেলার ধরখার ইউনিয়নে বেশি মাটি কাটা হচ্ছিল। সন্ধ্যার পর কৃষি জমি থেকে মাটি কেটে ড্রাম ট্রাক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসব সংবাদের প্রেক্ষিতে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি ধরখার এলাকায় অভিযান পরিচালনা করেন।এসময় কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার-উজানিসার ব্রীজের পূর্ব ও পশ্চিম পাশের কৃষি জমি থেকে মাটির কাটার সময় মাটি ভর্তি ৫টি ড্রাম ট্রাক চালকসহ জব্ধ করা হয়। পরে জব্ধকৃত ট্রাকগুলো উপজেলা পরিষদ মাঠে নিয়ে আসা হয়েছে। ট্রাকচালকরা বেতনভুক্ত কর্মচারী হওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।স্থানীয় একটি সূত্র জানায়, ধরধার এলাকার একটি প্রভাবশালী চক্র রাতের আঁধারে কৃষি জমি থেকে এক্সভেটর (ভেকু) দিয়ে মাটি কেটে বড় বড় ড্রাম ট্রাকে কুমিল্লার বিভিন্ন ব্রিক ফিল্ডে বিক্রি করে। প্রতি রাতে ৪০/৫০টি ড্রাম ট্রাক ৭ থেকে ৮ বার মাটি নিয়ে যায়। সন্ধ্যার পর থেকে ভোর রাত্র পর্যন্ত মাটি কাটা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি বলেন, মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।