গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ২৯ জানুয়ারি সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ চৌকি আদালত চত্তরে আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এসব মাদকদ্রব্য ধ্বংস করেন।আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে ৫৬ মামলায় জমা হওয়া ১৩১৯ বোতল ফেন্সিডিল, ৬০ কেজি ৫৮৫ গ্রাম গাঁজা, ৬৫৩ পিস ইয়াবা, ১৩৮ গ্রাম হেরোইন, ৪৫২ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৬১টি ব্রুফেন এমপুল রোলার মেশিন দিয়ে গুড়িয়ে ও আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য অধিদফতর গাইবান্ধার পরিদর্শক আবু-নাইম, উপ-পরিদর্শক মামুন, গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এস আই প্রলয় কুমার বর্মা, এস আই রাশেদুল ইসলাম, এস আই সুজন, এস আই কাইয়ুম, এ এস আই আশরাফসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।