নীলফামারীতে ২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস
নীলফামারী প্রতিনিধি: নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি ও পঞ্চগড় ব্যাটালিয়ন ১৮ বিজিবির আটকৃত ২ কোটি ১ লক্ষ ১১ হাজার টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগঁাও সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী, পঞ্চগড় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম, নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, নীলফামারী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম প্রমুখ।