ফটিকছড়িতে মোহাম্মদীয়া তালিমুল কুরআন মাদ্রাসার বার্ষিক মাহফিল, রেজাল্ট ও পুরস্কার বিতরণ
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ি পাইন্দং ইউনিয়নে মোহাম্মদীয়া তা'লীমুল কুরআন নুরানি মাদ্রাসার প্রদর্শনী, রেজাল্ট, পুরস্কার বিতরণী ও বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৮ ডিসেম্বর শনিবার সকাল থেকে দক্ষিণ পাইন্দং কচির মোহাম্মদ চৌধুরি বাড়ি সংলগ্ন মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অধিবেশনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উত্তর জেলা সাধারণ সম্পাদক লায়ন মাসুদুল আলম চৌধুরি।মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য ফয়সাল হাছান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরি। বিশেষ অতিথি ছিলেন পাইন্দং ইউপি চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, মুক্তিযোদ্ধা মাস্টার মাহাবুবুল আলম চৌধুরি। অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা।এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম দলের উত্তর জেলা সভাপতি আবু সাঈদ, সহ সভাপতি নজরুল ইসলাম, ফটিকছড়ি প্রজন্ম দলের সাধারণ সম্পাদক আক্কাস উদ্দিন খোকন, ইঞ্জিনিয়ার শাকিল চৌধুরি, ইমাদ চৌধুরি, কামরুল হাসান, বাপ্পা চৌধুরি, বাবু চৌধুরি, মনসুর, সাইফুদ্দিন, আদি চৌধুরি ও সুনান চৌধুরি। এন্তেজামিয়া কমিটির আহ্বায়ক কামরুল হাসান চৌধুরি, যুগ্ম আহ্বায়ক মুনছুর, সদস্য সচিব ফাহমিদুল আলম (চৌধুরি পাভেল), মোহাম্মদীয়া তা'লীমুল কুরআন নুরানি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. ওমর ফারুক (সাইফু), মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মাস্টার মাহাবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে বাদ মাগরিব হতে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ কোরআন-হাদিসের আলোকে তাফসির পেশ করেন।এসময় আলহাজ আনোয়ারুল আজিম, রেজাউল করিম চৌধুরি, জামায়াত ইসলামি বাংলাদেশ পাইন্দং ইউনিয়নের সভাপতি এরশাদ শামি ও ব্যবসায়ী রাশেল চৌধুরি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।