মাটিরাঙ্গায় ছাত্রদলের মানববন্ধন
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা কলেজ ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তরা বলেন, বিগত হাসিনা সরকারের আমলে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তি দিতে হবে। এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে নির্মম হত্যাকাণ্ড এবং ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানান।মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ রাব্বির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান রানা।এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর ছাত্রদল নেতা শাহিন আলম, দেলোয়ার হোসেন, ছাত্রদল নেতা সোহাগ, মামুন সুজন, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন, দেলোয়ারসহ কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।