• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩২:৩৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ ভোর ০৪:৩২:৩৪ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

মানসিক ভারসাম্যহীনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: অবশেষে টাঙ্গাইলে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের বাড়িতে থাকা মানসিক ভারসাম্যহীনদের ঠিকানা হলো সরকারি আশ্রমে।৯ মার্চ রোববার রাত ১১টার দিকে ওই বাড়িতে থাকা মানসিক ভারসাম্যহীন পুরুষদের ময়মসিংহ ও মেয়েদের গাজীপুরের কাসিমপুর সরকারি আশ্রমে পাঠানো হয়।টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি রুহুল আমিন শরীফ বলেন, মেয়ে যারা আছে মানসিক ভারসাম্যহীন তাদের গাজীপুরের কাশিমপুর সরকারি মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে। এছাড়া পুরুষ যারা রয়েছে তাদের ময়মনসিংহ মানসিক ভারসাম্যহীন আশ্রমে পাঠানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল মোতালেব মিয়া,  প্রবেশন অফিসার জেলা সমাজসেবা মো. সৌরভ তালুকদার ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইব্রাহিম।