• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৬:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৮:২৬:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বাজিতপুরে ডাস্টবিনেই বসবাস অসুস্থ এক বয়স্ক নারীর!

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা রকমের ময়লা আবর্জনা। আশপাশের দোকানদারসহ স্থানীয় সবাই এখানেই বাসাবাড়ির ময়লা আবর্জনা নিয়মিত ফেলেন। এই ময়লার স্তূপের মাঝেই কাঠের একটি টুকরার উপর কাপড় বিছিয়ে শুয়ে আছেন প্রায় সত্তর বছর বয়সী এক নারী।কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভার বাঁশমহল নামক স্থানে এমন অমানবিক দৃশ্যের দেখা মিলেছে।স্থানীয় দোকানদার ও পথচারীদের কাছে এই মহিলার বিষয়ে জানতে চেষ্টা করেন এই প্রতিবেদক। কিন্তু কেউ মুখ খুলতে চাননি। হঠাৎ দেখা যায়, একজন মহিলা এসে কিছু খাবার দিচ্ছেন। শুয়া থেকে উঠে খাবার খাচ্ছেন ওই বয়স্ক নারী। এই প্রতিবেদকও দোকান থেকে দুটো কেক কিনে তার হাতে দিয়ে কথা বলার চেষ্টা করেও নাম ঠিকানা বা অন্য কোনো তথ্য জানতে পারেনি এই নারীর কাছ থেকে। তিনি স্পষ্টভাবে কথা বলতে পারেন না।স্থানীয় বেশ কয়েকজনের কাছে জানতে চেয়েও উত্তর মেলেনি কোনো প্রশ্নের। অবশেষে একজন ওয়ার্কশপ মিস্ত্রী বললেন, এই নারীর বাড়ি মনে হয় উপজেলার কৈলাগ ইউনিয়নে। সম্ভবত তার স্বামী-সন্তান আছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। পরিবার চেষ্টা করেও বাড়িতে নিতে পারে না। এই ময়লার স্তূপেই বসবাস করেন তিনি। মানুষজন যা দেয় তা-ই খেয়ে বেঁচে আছেন তিনি।অন্য একজন অটো ড্রাইভার বলেন, এই বয়স্ক নারীকে আমরা ময়লার স্তূপেই বসবাস করতে দেখে আসছি দীর্ঘদিন যাবৎ। পরিবারের সদস্যরা ইচ্ছা করলে তাকে চিকিৎসা বা বাড়িতে নিয়ে যেতে পারতেন। কিন্তু কেউই তার পরিবারের সন্ধান দিতে পারেনি।