• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৩:৫৯ (27-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৩ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ১০:৫৩:৫৯ (27-Nov-2024)
  • - ৩৩° সে:

তারেক রহমানের জন্য নফল নামাজ পড়া প্রয়োজন আওয়ামী লীগের: মান্নান

নোয়াখালী প্রতিনিধি: আওয়ামী লীগ নেতারা বলতেন ক্ষমতা ছাড়লে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু ছাত্র-জনতার বিপ্লবের পর আজ তাদের বক্তব্য মিথ্যাচার প্রমাণিত হয়েছে। এ জন্য আওয়ামী লীগ নেতাকর্মীরা তারেক রহমানের জন্য দোয়া ও নফল নামাজ পড়া প্রয়োজন বলে মন্তব্য করছেন সৌদি-আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল মান্নান।২৬ নভেম্বর মঙ্গলবার রাতে সোনাইমুড়ী অম্বরনগর স্কুল মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে অম্বরনগর ইউনিয়ন বিএনপি।আবদুল মান্নান বলেন, ৫ আগস্ট তারেক রহমানের নির্দেশে ছাত্র-জনতা শান্ত ছিলেন, দেশবাসীকে ধৈর্য ধারণ করার কথা বলছেন এবং শান্ত থাকার আহ্বান করেন।তিনি বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ গুম, খুন, নিযার্তন করে আমাদের অনেক নেতাকর্মীকে জেল জুলুম ও আয়না ঘরে আটক করে রেখেছিল। গত ১৬ বছর নাগরিক বা মানুষের উন্নয়ন হয়নি। আগামীতে জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান করেন।উপজেলা বিএনপির সদস্য, অম্বরনগর ইউপির সাবেক চেয়ারম্যান শাহ জালালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ মাসুদের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তুহিন চৌধুরী বলেন, চট্টগ্রাম লালদিঘী পাড়ে শেখ হাসিনা বলেছিলেন এরশাদ সরকারের অধীনে কেউ নির্বাচন করবে না। কিন্তু শেখ হাসিনা ১৯৮৬ সালে সে নির্বাচনে গিয়েছিলেন। এজন্য জনগণ তাকে জাতীয় বেইমান বলে আখ্যায়িত করেন।বিশেষ অতিথি যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহমুদ হাসান শাকিল বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ দুগ্রুপের বিভক্তি শেখ মজিবুর রহমানকে হত্যা করে। এরপর খালেদ মোসারেফের নেতৃত্বে আওয়ামী লীগের একটি অংশ সরকার গঠন করে। ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেলে হত্যা করে এবং ৭ নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায়।এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সেনবাগ উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন বাবলু, সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ছলিম উল্যাহ সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক মারুফুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর মোহাম্মদ মিলন, সদস্য সচিব আইয়ুব আলী পাটোয়ারী।