• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২২:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:২২:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

সাবেক এমপি সনিসহ সাড়ে ৫শ’ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের আবেদন

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে করা মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন মামলার বাদী নিজেই।২৪ অক্টোবর বৃহস্পতিবার আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন মামলার বাদী কুরবান আলী।বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী কুরবানী আলী জানান, মামলা চালাতে গেলে তার পড়াশোনার ক্ষতি হবে ভেবে পারিবারিক সিদ্ধান্তেই তিনি মামলা প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেছেন।এ ব্যাপারে জানতে চাইলে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, মামলা প্রত্যাহারের ব্যাপারে বাদী আদালতে আবেদন করেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত আদালত আমাদের কোনো নির্দেশনা দেয়নি।উল্লেখ্য, গত ২১ অক্টোবর ফটিকছড়ির সাবেক এমপি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খাদিজাতুল আনোয়ার সনিসহ ৪০ জনকে সুনির্দিষ্ট করে সাড়ে ৫শত জনকে অজ্ঞাত আসামী করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেছিলেন কুরবান আলী (২৪) নামে এক শিক্ষার্থী।এ মামলায় ফটিকছড়ি উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব ও নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি পৌরসভার সাবেক মেয়র ইসমাইল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রায়হান রুপুকে আসামী করা হয়েছিল।