• ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০১:৩৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৯শে চৈত্র ১৪৩১ সকাল ১০:০১:৩৬ (02-Apr-2025)
  • - ৩৩° সে:

গাজীপুরে চৌরাস্তা সুপার মার্কেটের নতুন কমিটির পরিচিতি সভা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর চৌরাস্তা সুপার মার্কেটের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রোববার বেলা ২টায় চান্দনা চৌরাস্তার কাঁচা বাজারের কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা হয়।৫৬ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিতে মো. শওকত হোসেন বাবুকে সভাপতি এবং ফেরদৌস আমানকে সাধারণ সম্পাদক করে মহানগর ওলামা দলের আহ্বায়ক কাজী খোকন নবগঠিত কমিটি ঘোষণা করেন।মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় বাসন থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হয়ে ফিতা কেটে পরিচিতি সভার আনুষ্ঠানিকতা শুরু করেন।এ সময় বক্তারা বলেন, এই বাজারকে চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভয়ারণ্য করে রেখেছিল ফ্যাসিস্ট আওয়ামী দোসোররা। নতুন কমিটি স্বাধীন বাংলাদেশের ন্যায় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমিয়ে সুন্দর একটি বাজার পরিচালনা কমিটি হিসেবে রূপান্তর করবে।সভা শেষে দোয়া, ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করে পরিচিতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।