• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে চৈত্র ১৪৩১ সকাল ১১:০২:১৫ (13-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ৩০শে চৈত্র ১৪৩১ সকাল ১১:০২:১৫ (13-Apr-2025)
  • - ৩৩° সে:

ইসরায়েলসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ১২ এপ্রিল শনিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় সংগঠনের সদস্য থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। এদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান যেন হয়ে উঠেছিল এক টুকরো ফিলিস্তিনে।গাজা উপত্যকায় ইসরায়েলি আক্রমণ ও গণহত্যার প্রতিবাদে রাজধানী ঢাকার বিক্ষোভ সমাবেশ নিয়ে খবর প্রকাশ করেছে ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম। ১২ এপ্রিল শনিবার বিকেলে ‘দ্যা টাইমস অব ইসরায়েল’ পত্রিকায় এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়।‘বাংলাদেশে গাজা যুদ্ধের প্রতিবাদে প্রায় ১ লাখ লোকের বিক্ষোভ, নেতানিয়াহু ও তার সমর্থনকারীদের ছবি পদদলিত’ শিরোনামে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়, প্রায় ১ লাখ বিক্ষোভকারী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। এসময় ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেয়া হয়।এতে আরও বলা হয়, ইসরায়েলকে সমর্থন করার অভিযোগে বিক্ষোভকারীদের অনেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি পদদলিত করে। এছাড়াও সমাবেশে গাজার বেসামরিক হতাহতদের প্রতীকী মরদেহ নিয়ে আসা হয়। প্রতিবেদনে বিক্ষোভ সমাবেশের ছবিও প্রকাশ করা হয়।বাংলাদেশের এই মার্চ ফর গাজা কর্মসূচি নিয়ে ইসরায়েলি গণমাধ্যম ছাড়াও সংবাদ প্রকাশ করেছে বেশ কিছু বিদেশি সংবাদমাধ্যও। এগুলোর মধ্যে রয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটে প্রেস (এপি), ওয়াশিংটন পোস্ট, দ্য ইন্ডিপেনডেন্ট, আরব নিউজ প্রভৃতি।বার্তা সংস্থা এপি শিরোনাম করেছে, ‘বাংলাদেশের রাজধানীতে ইসরায়েলবিরোধী বিক্ষোভে প্রায় এক লাখ মানুষ’। প্রতিবেদনে উঠে এসেছে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষের হাতে ফিলিস্তিনি পতাকা নিয়ে ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেওয়ার ঘটনাও।তবে আরব নিউজের খবরে দাবি করা হয়েছে, ঢাকার সমাবেশে অংশ নিয়েছিলেন ১০ লাখের বেশি মানুষ। এটিকে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় সংহতি সমাবেশ হিসেবে বর্ণনা করা হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, সমাবেশে প্রায় এক লাখ মানুষ ছিলেন। এতে বিএনপিসহ ইসলামী দলগুলোর সমর্থনের কথা উঠে এসেছে প্রতিবেদনে।মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীতে লাখো মানুষ ইসরায়েলবিরোধী সমাবেশে অংশ নিয়েছে এবং গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে।কানাডার সিটিভি নিউজেও একই কথা বলা হয়েছে। বাংলাদেশের ফিলিস্তিনপন্থি সমাবেশের খবর প্রকাশ হয়েছে টাইমস অব ইসরায়েলেও।