পিরোজপুরে যারা সাঈদীর ফাঁসির দাবিতে মিছিল করেছে, তাদের ক্ষমা নেই: মাসুদ সাঈদী
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে যারা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াত নেতাদের ফাঁসির দাবিতে মিছিল করেছিলো, তাদের ক্ষমা নেই বলে মন্তব্য করেছেন সাঈদীপুত্র ইন্দুরকানী উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ মো. মাসউদ সাঈদী।২৮ সেপ্টেম্বর শনিবার বিকালে পিরোজপুর সদর উপজেলার চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসা ময়দানে (শংকরপাশা ইউনিয়ন) জামায়াতে ইসলামীর আয়োজনে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন শংকরপাশা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মনির হোসেন খান। চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. জুলফিকার আলির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর আলহাজ মো. তাফাজ্জল হোসাইন ফরীদ।এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আমীর মাওলানা মো. সিদ্দিকুর রহমান, পৌর আমীর মাওলানা মো. আব্দুর রাজ্জাক শেখ, চালনা নামাজপুর নেছারিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. রেজাউল হক, মো. রুহুল আমিনসহ জামায়াতের সহযোগী সংগঠনের নেতা-কর্মী।বিশেষ অতিথির বক্তব্যে মাসউদ সাঈদী বলেন, আমি আমার বাবার মত আপনাদের খেদমত করতে চাই। যদি আপনারা আগামী জাতীয় নির্বাচনে আমাকে ভোট দিয়ে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেন, তাহলে আপনাদের এলাকার কোনো রাস্তাঘাট কাঁচা থাকবে না। সকল প্রকার উন্নয়ন করব।