• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:৫১:১৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ০১:৫১:১৯ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

কেবল সরকার পরিবর্তন নয়, দেশ বদলাতে লড়াই করছি: মান্না

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় এক গণসমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তার বক্তব্যে বলেন, যেই দেশে জন্ম হওয়ার পরে শিশু খাদ্য পাওয়া যায় না। যেই দেশের শিশুর দুধের উপরে প্রতিনিয়ত ট্যাক্স বসানো হচ্ছে, আমরা এই দেশটা বদলাতে চাই।২৭ জানুয়ারি সোমবার বিকেলে জাজিরার টিএন্ডটি মোড় বালুর মাঠে আয়োজিত নাগরিক ঐক্যের গণসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাহমুদুর রহমান মান্না বলেন, ৫৩ বছর ধরে মানুষের এটাই আকাঙ্ক্ষা। ১৫ বছর সংগ্রাম শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন একটা সরকার গঠন হলো অন্তর্বর্তী সরকার। সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটা নতুন দেশ বানানো হোক।দ্রব্যমূল্যের লাগাম টানার বিষয় উল্লেখ করে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, তারা দেশটা ঠিকমতো চালাতে পারছেন না। তারা জিনিসের দাম কমাতে পারেনি। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে পারেনি। এখনো চুরি ডাকাতি হচ্ছে। তাই আমরা বলছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন।সমাবেশে নাগরিক ঐক্যের জাজিরা উপজেলা শাখার আহ্বায়ক আমিনুল ইসলাম বেপারীর সভাপতিত্বে সদস্য সচিব আ. রহিম খান সমাবেশের সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তফা ব্যানার্জি, শরীয়তপুর জেলা শাখার সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম মাল এবং জেলা ও উপজেলার নেতাকর্মীরা।