• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১২:১৫:০৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩১ রাত ১২:১৫:০৫ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

খুন করা হয়েছে মাকে, বাবা কারাগারে, কী হবে অবুঝ ৩ শিশুর !

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্ত্রীকে খুন করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন স্বামী। নিহত স্ত্রীর নাম জরিনা বেগম (২৪)। অভিযুক্ত স্বামীর নাম শাহ আলম হাসান (৩০)। ১৫ জানুয়ারি বুধবার ভোররাতে উপজেলার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।তাদের বাড়ি রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার মাইনি এলাকায় হলেও বর্তমানে তারা রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি নতুন পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। ৩ ও ৭ বছরের  তাদের দুটি ছেলে সন্তান ও ১০ বছরের ১টি কন্যা সন্তান রয়েছে। মাকে খুন করার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়। এখন কী হবে এই তিন শিশুর ? প্রশ্ন স্বজনদের।পুলিশ, স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ১৪ জানুয়ারি মঙ্গলবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় । পরে শেষ রাতে ঘরের ভিতরে থাকা তাদের ছোট শিশু সন্তান কান্না করলে প্রতিবেশীরা এসে বাইরে থেকে লাগানো তালা ভেঙে জরিনার মৃতদেহ দেখতে পায়। পরে তার স্বামী হাসানকে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।জরিনার ভাই আবদুল খালেকের দায়ের করা হত্যা মামলায় পুলিশ অভিযুক্ত শাহ আলম হাসানকে গ্রেপ্তার করে। মামলার বাদী ও নিহতের ভাই আব্দুল খালেক বলেন, ১১ বছর আগে পারিবারিকভাবে হাসানের সাথে বিয়ে হয়েছিল জরিনার। বিয়ের পর থেকে আমার বোনকে শারীরিক ও মানসিক নির্যাতন করতো। প্রায় সময় অহেতুক কারণে আমার বোনকে মারধর করতো সে। এই নিয়ে একাধিকবার সালিশ-বৈঠক করা হয়। কিন্তু সে এসবের তোয়াক্কা করতো না। ১৪ জানুয়ারি রাতের যে কোনো সময় পরিকল্পিতভাবে আমার বোন জরিনা বেগমকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বাইরে থেকে তালা দিয়ে চলে যায় হাসান। স্থানীয় ও আশেপাশের লোকজনের মাধ্যমে তা জানতে পারি। শেষ রাতে আমার ভাগিনা জাহিদুল ইসলাম (৩) কান্নাকাটি করলে প্রতিবেশীরা ঘুম থেকে উঠে দেখে ঘরের দরজার বাইরে তালা। ঘরের ভিতরে ছোট বাচ্চা কান্না করছে।তিনি আরও বলেন, প্রতিবেশীরা আমার বোন ও তার বড় ছেলে মোজাহিদুলকে (৭ ) ডাকাডাকি করলে সে আরও জোরে কান্না করে। একপর্যায়ে ঘরের তালা ভেঙ্গে ঢুকে আমার বোন জরিনা বেগমকে মৃত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে রাঙ্গুনিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠান।জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উদ্ধারের সময় জরিনা বেগমের নাক দিয়ে রক্ত বের হচ্ছিলো দেখা গেছে। এ  ঘটনায় থানায় দায়ের করা হত্যা মামলায় হাসানকে গ্রেপ্তার করা হয়।