• ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৪৮:৪৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৯ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৩:৪৮:৪৯ (23-Nov-2024)
  • - ৩৩° সে:

অষ্টগ্রামে রাজনৈতিক মামলায় সাংবাদিক আসামী

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিএনপির করা রাজনৈতিক মামলায় আজকের পত্রিকার ও আরটিভির অষ্টগ্রাম প্রতিনিধি মো. ফরিদ রায়হানকে আসামী করা হয়েছে।৯ নভেম্বর শনিবার অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক মিয়া (৩০) বাদী হয়ে ২০২৩ সালের এক ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের ৯৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন।এই মামলায় ৬৯ নম্বর আসামী করা হয়েছে আজকের পত্রিকা ও আরটিভি'র প্রতিনিধি মো. ফরিদ রায়হানকে। রাজনৈতিক মামলায় সাংবাদিককে আসামি করায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংবাদিক ও সুশীল সমাজ।এই বিষয়ে সাংবাদিক মো. ফরিদ রায়হান বলেন, আমি প্রতিহিংসার শিকার হলাম। মিথ্যা মামলার আসামী হলাম। গত ১৬ বছর কোনো রাজনীতি না করে, পেশাদারিত্বের সাথে গণমাধ্যম কাজ করেছি। সামাজিক ও মানবিক কাজ করেছি। তার স্বাক্ষী অষ্টগ্রাম উপজেলাবাসী। আজ রাজনৈতিক মিথ্যা মামলায় আমাকে হয়রানি করতে আসামী করা হয়েছে।মামলার বাদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাক মিয়া বলেন, দলীয় মামলায় সাংবাদিককে আসামী করা হয়েছে, কারণ তিনি দোষী। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।কিশোরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল মালেক চৌধুরী বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হওয়াটা দুঃখজনক। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। নতুবা সাংবাদিক সমাজ প্রতিবাদে রাস্তায় নামবে। কোনো সাংবাদিকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার জন্য দাবি করেন তিনি।অষ্টগ্রাম সার্কেল এএসপি সামুয়েল সাংমা জানান, মামলা রেকর্ড হবার পর সাংবাদিকের নাম শুনেছি, বিষয়টা তদন্ত করে তিনি জড়িত না থাকলে চার্জশিট থেকে বাদ দেওয়া হবে।