• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:০২:১৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৯শে চৈত্র ১৪৩১ ভোর ০৫:০২:১৭ (03-Apr-2025)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ৯ হাজার স্বেচ্ছাসেবীর মিলন মেলা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ৫০৮টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। ১ ফেব্রুয়ারি শনিবার নরসিংদীর ড্রিমহলিডেপার্কে এ আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম।অনুষ্ঠান উদ্বোধন করেন রয়্যালইউনিভার্সিটি অব ঢাকা’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাতউদ্দীন। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুলকাদির মোল্লা।সকাল ১০টায় শুরু হওয়া এ মিলন মেলা চলে দিনব্যাপী। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামপর্যায়ের ক্ষুদ্র ও বৃহৎ সংগঠনের স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে উদ্‌যাপন করেন দিনটি।রক্তদান, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া, কারাতে প্রদর্শনীসহ বিভিন্ন ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীরা।আয়োজকরা জানান, জেলা জুড়ে বিভিন্ন সেক্টরে স্বেচ্ছাসেবী হিসেবে সমাজের মানুষের কল্যাণে কাজ করছে ৫শত ৮টির বেশি সংগঠন। তাদের ঐক্যবদ্ধ করে সমন্বতি উদ্যোগে সমাজসেবায় ভূমিকা রাখতে কাজ করছেন রসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম।জেলায় আরও বেশিসামাজিক কার্যক্রম পরিচালিত করে সমাজও মানুষের কল্যাণে অংশ নিতে কেন্দ্রীয়ভাবে ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই বলেও জানান সংগঠনটির উদ্যোক্তারা।নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও ড্রিমহলিডেপার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীরকুমার সাহা, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নরসিংদী কলেজ শিক্ষক সমিতির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) পরিচালক আবদুল্লাহ আল মামুন, ঢাকা জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী বশির আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক রাসেল বিন হাসনাত প্রমুখ।নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনির বলেন, স্বেচ্ছা সেবীরা গরীব, অসহায় ও যেকোনো দুর্যোগে নি:সার্থভাবে মানুষের পাশে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি জেলায় আর এক ফোঁটা রক্তেরও অভাব হবে না। আমাদের স্বেচ্ছাসেবীরা সবসময় এগিয়ে আসবে। আমরা সবাইমিলে ভবিষ্যতে নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।