• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৭:৪৯:০০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

মোংলায় মুক্তিযোদ্ধা কোটায় প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছেন ২২ জন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোংলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় কতজন চাকরি করছেন তার তালিকা করা হয়েছে।প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে এ তালিকা করা হয়েছে বলে জানা গেছে। কতজন আসল আর কতজন ভুয়া কোটায় চাকরি করছেন তা যাচাই-বাছাইয়ের জন্য এই তালিকা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।সংগৃহীত তালিকা অনুযায়ী জানা যায়, মোংলায় ২২ জন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় কর্মরত রয়েছেন। ইতিমধ্যে এই তালিকা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়েছে।  বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার কিছু দিনের মধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের তালিকা সংগ্রহ করার কাজ শুরু করে। সেই অনুযায়ী তালিকা পাঠিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। গত আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) লুৎফর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য চাওয়া হয়।এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরীন আকতার জানান, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর থেকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরত শিক্ষকদের তালিকা চাওয়ার পর তা পাঠানো হয়েছে। পরবর্তীতে কোনো নির্দেশনা এলে সেই অনুযায়ী কাজ করা হবে।অভিযোগ রয়েছে, বিগত সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেয়া হয়েছে। সেই সনদ দিয়ে অনেকে চাকরি নিয়েছেন। এদিকে তালিকা সংগ্রহ করার পর মুক্তিযোদ্ধা কোটায় চাকরিরতদের মধ্যে নানা শঙ্কা তৈরি হয়েছে।