অসহায় নারীর মুরগি মেরে ফেলায় থানায় এসে আহাজারি
লালমনিরহাট প্রতিনিধি: পরম যত্নে পালিত ১১টি মুরগি মেরে ফেলার অভিযোগ নিয়ে মৃত ৫টি মুরগিসহ লালমনিরহাট সদর থানায় হাজির হয়েছেন রশিদা বেগম (৫০) নামে এক নারী। তার আহাজারির কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।৫ এপ্রিল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।রাশিদার বাড়ি সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকায়।ওই নারী কান্নাজড়িত কণ্ঠে জানান, তিনি পরম যত্নে মুরগি লালন-পালন করছিলেন। প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি মুরগিগুলোকে খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দেন। পরে বাড়ির পাশে এসে দেখতে পান তার ১১টি মুরগিই মৃত অবস্থায় পড়ে আছে। তার ধারণা কেউ শত্রুতা করে মুরগিগুলোকে মেরে ফেলেছে কিংবা ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করে বা অন্য কোনো উপায়ে তার সেই পালিত মুরগিগুলোকে মেরে ফেলেছে। তিনি জানান ভিক্ষা করে ওই মুরগিগুলো তিনি কিনেছেন। মুরগি কয়টাই ছিল তার সহায় সম্বল। ডিম দিয়ে বাচ্চা ফুটিয়ে বড় করার আশা ছিল তার। তবে কারা তার এমন সর্বনাশ করলো? ‘আমি গরিব মানুষ, কার কী ক্ষতি করেছি’? আমি এর সঠিক বিচার চাই। সে কারনে ১১টি মুরগির মধ্যে ৫টি নিয়েই থানায় এসেছেন প্রমাণ দেখাতে।লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, ঘটনাটি কষ্টকর। ৫টি মৃত মুরগি নিয়ে বিচার চাইতে থানায় এসেছেন রাশিদা। আমরা তার অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি। তবে তিনি মুরগি নিয়ে এসে কোনো লিখিত অভিযোগ করেননি। শুধু আল্লাহর কাছে বিচার দিয়ে চলে গেছেন। তদন্তে করে কোন অপরাধী প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।