• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ রাত ১০:২৫:৩৭ (10-Jan-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে পৌষ ১৪৩১ রাত ১০:২৫:৩৭ (10-Jan-2025)
  • - ৩৩° সে:

মধুপুরে মাদ্রাসা শিক্ষার্থী সুমী আক্তারের মরদেহ উদ্ধার

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে সুমী আক্তার (১৬) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ।৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের পূর্ব লাইনপাড়া এলাকায় তার ফুফুর বাড়ির একটি রুমে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়।শিক্ষার্থী সুমী একই এলাকার জয়নুদ্দিনের মেয়ে। সে এ বছর আউশনারা লাইনপাড়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) পরীক্ষার্থী ছিলো।সুমীর বাবা জয়েন উদ্দিন জানান, সুমী পার্শ্ববর্তী ফুফুর বাড়িতে আলাদা একটি রুমে রাতে একাই ঘুমাতো। প্রতিদিনের ন্যায় গতকাল রাতেও তার ফুফুর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে না উঠার কারণে তাকে ডাকাডাকি করছি। রুম থেকে কোনো সাড়া না পেয়ে রুমের দরজা ভেঙে ভিতরে গিয়ে সিলিং ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। কী কারণে সে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।মধুপুর থানার অফিসার ইনচার্জ এমরানুল কবির জানান, এ কিশোরী মেয়ের আত্মহত্যার ব্যাপারে প্রেম ঘটিত কোনো বিষয় থাকতে পারে বলে আমরা ধারণা করছি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পর তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।